মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ছাত্রকে মেরে বালুচাপা দিয়ে মুক্তিপণ নিতে আসে অপহরণকারী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অপহরণের ১৬ ঘণ্টা পর আলী আব্বাস তৌহিদ (১৪) নামে এক ছাত্রের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি গন্ধমতি বালুর মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তৌহিদ কুমিল্লা কোটবাড়ি সালমানপুর মাস্টারবাড়ির আবু মুসার ছেলে। সে কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং  সেন্টারের ৮ম শ্রেণির ছাত্র। গন্ধমতিতে বোনজামাই ইসমাইলের বাড়িতে থেকে পড়ালেখা করত তৌহিদ। এদিকে হত্যার পর তৌহিদকে বালুচাপা দিয়ে মুক্তিপণের জন্য এসে ধরা পড়ে অপহরণকারী অপু। পুলিশ সূত্র জানায়, রবিবার রাতে তৌহিদ নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর রাত ১০টায় তৌহিদের দুলাভাই ইসমাইল কোটবাড়ি পুলিশ ফাঁড়িতে একটি জিডি করেন। রাত ১২টায় অপরিচিত নম্বর থেকে ফোনকল আসে ইসমাইলের। অপহরণকারীরা জানায়, তাদের ৫ লাখ টাকা দিলে তৌহিদকে মুক্তি দেওয়া হবে। অপহরণকারীরা কুমিল্লা নগরীর কান্দিরপাড় সাত্তার খান শপিং কমপ্লেক্সের গাড়ি পার্কিংয়ে টাকা নিয়ে আসার নির্দেশ দেয়। সোমবার দুপুরে অপু নামের এক অপহরণকারী মুক্তিপণের টাকা নিতে এলে সেখানে পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপু জানায়, তৌহিদকে অপহরণ করতে বলেছিল কুমিল্লার রেলওয়ে স্টেশন মার্কেটের হোটেল আজমিরের ম্যানেজার মাজহারুল। অপু জানায়, হত্যার পর তৌহিদকে বালুচাপা দিয়ে রাখা হয়েছে। পরে পুলিশ দুপুর ২টায় ওই বালুর মাঠ থেকে তৌহিদের মরদেহ উদ্ধার করে।

 কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, হোটেল আজমিরের ম্যানেজারসহ জড়িতদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর