বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জলজটে ভোগান্তি

আজও বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

জলজটে ভোগান্তি

দিনভর বৃষ্টিতে রাজধানীতে জলযটের সৃষ্টি হয় -বাংলাদেশ প্রতিদিন

দিনভর বৃষ্টিতে বসন্তেও নগরজীবনে নেমে এসেছে শীতের আমেজ। আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে বৃষ্টি মাথায় নিয়েই ভোটারদের যেতে হবে ভোটকেন্দ্রে। গতকালের বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু জায়গায় জলজট ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ঢাকায় ৩৩ মিলি মিটার বৃষ্টি হয়েছে। ফরিদপুরে সর্বোচ্চ ৫৪ মিলি মিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে। রাজধানীর গুলিস্তান এলাকায় দেখা যায়, রাতের মাঝারি বৃষ্টিতে রাস্তায় প্রায় হাঁটু পানি জমে গেছে। পানি ডিঙিয়ে যানবাহনে উঠতে হয় অফিসগামী যাত্রীদের। বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন কম থাকায় কর্মস্থল থেকে ফিরতেও একই ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে। একই রকম বিড়ম্বনায় পড়তে হয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদের। উন্নয়ন কাজ চলায় বেশ কিছু এলাকা কাদায় সয়লাব হয়ে যায়। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফাতিয়া জামান বলেন, ফার্মগেটে এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারিনি। বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন অনেক কম। বাসে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। এই সুযোগে রিকশাচালকরা কয়েকগুণ বেশি ভাড়া দাবি করছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর