রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ফেসবুকে ‘ফিলিং স্যাড’ স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে ফাতেমা (১৮) নামে এক কলেজ ছাত্রী ফেসবুকে ‘ফিলিং স্যাড’ লিখে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ ও নিহতের পরিবার। শুক্রবার রাতে বাউনিয়া বাঁধ এলাকার ই ব্লকের ১১/২৩ নম্বর বাসা থেকে ফাতেমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ফাতেমা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার ‘নীলপ্রজাপতি’ নামে একটি ফেসবুক আইডি ছিল। মৃত্যুর আগে ‘ফিলিং স্যাড’ লিখে একটি স্ট্যাটাস দেন। সেখানে মাকে না জানিয়ে একটি ভুল করেছেন উল্লেখ করে মায়ের কাছে ক্ষমা চান। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) এমরানুল ইসলাম। এদিকে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিববাড়ী এলাকার নির্মাণাধীন শেখ রাসেল টাওয়ার থেকে পড়ে  শিমুল (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার সহকর্মী আবদুল গণি বলেন, ঢাবিতে নির্মাণাধীন ২২তলা শেখ রাসেল টাওয়ারের ১৬ তলায় কাজ করার সময় নিচে পড়ে যান শিমুল। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গতকাল দুপুরে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক হেলপারের মৃত্যু হয়েছে। বাসচালক রুহুল আমিন বলেন, আমার বাসের সামনেই তিনি দাঁড়িয়ে ছিলেন। এ সময় আরেকটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

সর্বশেষ খবর