রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দক্ষতা উন্নয়নে দারিদ্র্যও কমবে

-স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বকে মোকাবিলা করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। জনসমষ্টিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যের হারও কমে আসবে। রাজধানীর একটি হোটেলে গতকাল ‘ইন্টারন্যাশনাল স্কিলস কনফারেন্স, ২০১৯’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ আয়োজিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আরও  বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্বাগত বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর। সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষা বিশেষজ্ঞের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্পিকার আরও বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসার দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সংসদ সচিবালয়ের বনভোজন : এদিকে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গতকাল জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত বনভোজন, ২০১৯-এ অংশ নেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে তিনি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের স্ত্রী-সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে স্পিকার বলেন, এমন আনন্দ ভ্রমণ কাজের মাঝে নতুন উৎসাহ সৃষ্টি করে।

বনভোজনে সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

সর্বশেষ খবর