সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

প্রেমের ফাঁদ পেতে অপহরণ

নিজস্ব প্রতিবেদক

প্রেমের ফাঁদ পেতে অপহরণের অভিযোগে ৫ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-১০। গতকাল গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় অপহৃত সাব্বির (২১) নামে এক যুবককে উদ্ধার এবং অপহরণকারীদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন ও ৭৩ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলো- মেহেদী হাসান হৃদয়, আনিসুর রহমান, জাবেদ, হারুন অর-রশিদ ও আবদুস সাত্তার।

র‌্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সাব্বিরের বাবা ফরহাদ ব্যাপারী (৫৫) অভিযোগ করেন- তার ছেলে ওইদিন পৌনে ৪টার দিকে দোকানের মালামাল কেনার জন্য শ্যামপুরের জুরাইন কাঁচাবাজারে গিয়ে সে ও তার সঙ্গে থাকা ফারুক ব্যাপারী নিখোঁজ হয়। সাব্বিরের খোঁজ কোথাও না পেয়ে তিনি শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর-৬১৮। এরপর সাব্বিরের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার মোবাইল নম্বরে একজন অজ্ঞাত ব্যক্তি ফোন করে বলে-‘আপনার ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে রাখা হয়েছে’। মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে। এ টাকা নিয়ে গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ডে যেতে বলে। আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে এবং কোনো প্রকার টালবাহানা করলে সাব্বিরকে হত্যার হুমকিও দেয়। এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৫ অপহরণকারীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়-চক্রটি ফেসবুকে ভুয়া একাউন্টের মাধ্যমে পরিচয় গোপন করে সাব্বিরকে প্রেমের ফাঁদে ফেলে। সাব্বির তার বন্ধু ফারুককে নিয়ে কথিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে অপহরণকারীরা তাদের দুজনকে জুরাইন থেকে অপহরণ করে জয়দেবপুরে নিয়ে আটকে রাখে। 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর