মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

৮ দফা না মানলে এক দফার হুমকি শিক্ষকদের

বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে টানা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতাসহ ৮ দফা দাবিতে শিক্ষক সমিতির উদ্যোগে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ভিসির পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের ২০তম দিন গতকাল সকাল ১০টায় ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম নেতা মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার থেকে সাপ্তাহিক এবং নববর্ষ বরণ উৎসবের কারণে আপাতত প্রশাসনিক      ভবনের সামনে অবস্থান কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি না মানলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। এর আগে গত বুধ এবং বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে সীমাহীন জনদুর্ভোগের সৃষ্টি হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর