মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে ২০ দেশের অর্ধশত সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে ২০ দেশের অর্ধশত সাংবাদিক

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো গতকাল পরিদর্শন করেন বাংলাদেশ সফররত বিশ্বের ২০ দেশের অর্ধশত সাংবাদিক -বাংলাদেশ প্রতিদিন

দেশের সর্ববৃহৎ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত বিশ্বের ২০ দেশের অর্ধশত সাংবাদিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, ব্রাজিল, নেদারল্যান্ডস, গ্রিস, তুরস্ক, মিসরসহ এশিয়া ইউরোপের ৫০ জন স্বনামখ্যাত লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। এ সময় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সম্পাদকরা উপস্থিত ছিলেন। সফররত সাংবাদিকদের কাছে তারা গণমাধ্যমগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। সফররত সাংবাদিকরা সম্পাদকদের সঙ্গে মতবিনিময়েও অংশ নেন। এ সময় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কনসালট্যান্ট এডিটর নাদিম কাদির, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ, হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় অনুষ্ঠানে সামিয়া রহমান বাংলাদেশের গণমাধ্যমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব রয়েছে। তবে দিন শেষে গণমাধ্যমের খবরের ওপরই মানুষকে নির্ভর করতে হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যমগুলো পরিদর্শনে এসে জাপানের গবেষক কাজুহিরো ওয়াতানাবে বলেন, ‘আমি বহুদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম পর্যবেক্ষণ করে আসছি। বাংলাদেশে গণমাধ্যম আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। তবে সব দেশের গণমাধ্যমের সামনেই চ্যালেঞ্জ আছে। সে হিসেবে বাংলাদেশের সামনেও রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।’ টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মহুয়া চ্যাটার্জি বলেন, ‘আমি বাংলাদেশে বেশ কয়েকবার এসেছি। এখানকার গণমাধ্যম বিষয়ে আমরা নিয়মিত খোঁজখবর রাখি। আমরা দেখেছি, বাংলাদেশের গণমাধ্যম অনেক প্রাণবন্ত।’ মতবিনিময় সভা শেষে সফরকারী সাংবাদিকরা মধ্যহ্নভোজে অংশ নেন। মিডিয়া হাউস পরিদর্শনকালে তারা গণমাধ্যমগুলোর প্রশংসা করেন। গত রবিবার শুরু হওয়া এ সফর আগামী বৃহস্পতিবার শেষ হবে।

জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় : সফররত বিদেশি সাংবাদিকরা সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন ও সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন অতিথিদের স্বাগত জানান। ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশ ও সারাবিশ্বের গণমাধ্যমের বিদ্যমান পরিস্থিতি, সাংবাদিকতার অবস্থা ও সমসাময়িক বিষয়’ নিয়ে আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, রিয়াজউদ্দিন আহমেদ ও মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাসসের এমডি আবুল কালাম আজাদ, সংবাদ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর