বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খুলনা কারাগারে দুদকের অভিযান

তিন কারারক্ষীকে বরখাস্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, কয়েদিদের নিম্নমানের খাবার সরবরাহ ও অর্থের বিনিময়ে সুস্থ আসামিদের হাসপাতালের প্রিজন সেলে রাখার অভিযোগে খুলনা জেলা কারাগারে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় তিন ঘণ্টার অভিযানে দর্শনার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রমাণ পায় দুদক। এ সময় এ বিভাগে কর্মরত তিন কারারক্ষীকে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় দুদক। অভিযুক্ত কারারক্ষীরা হলেন মো. শামীম   হাসান, হুমায়ুন কবির ও মাহাবুবুর রহমান। পরে দুদক টিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে অভিযান চালায়। দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীলকমল পাল বলেন, ‘অভিযানে দর্শনার্থীদের কাছ থেকে ১০০ টাকায় সাধারণভাবে ও ৩০০ টাকায় বিশেষভাবে কয়েদিদের সঙ্গে সাক্ষাতের প্রমাণ মিলেছে।’ তিনি জানান, ‘প্রকৃতপক্ষে কয়েদিদের সঙ্গে সাক্ষাতে কোনো অর্থের প্রয়োজন হয় না। অভিযানকালে টাকা আদায়ের রসিদও উদ্ধার করা হয়েছে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর