বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

৬৪ জেলায় খাল খনন করা হবে

-জাহিদ ফারুক

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আমরা দেশের বড় বড় নদ-নদী রক্ষার পাশাপাশি ৬৪ জেলায় খাল খননের উদ্যোগ নিয়েছি। এ জন্য একটি প্রকল্পের আওতায় ৫৫৫১ কিলোমিটার খাল খনন করা হবে। গতকাল বিকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সভা কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, বাংলাদেশের নদী-খাল-বিল-হাওরগুলোকে দখলমুক্ত করতে পানিসম্পদ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয় অন্যদের সহযোগিতায় কাজ করে চলেছে। আমরা সেই কার্যক্রম অব্যাহত রাখব।

 সেমিনারে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উম্মে কুলসুম নভেরা ‘বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও চ্যালেঞ্জ এবং তা উত্তরণে করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমানসহ মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর ও সংস্থা প্রধান, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর