শিরোনাম
শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

উবারের প্রাইভেটকারে ফেনসিডিল, গুলিবিদ্ধ চালক আটক

নিজস্ব প্রতিবেদক

উবারের প্রাইভেটকার ভাড়া নিয়ে ফেনসিডিলের চালান নিয়ে ঢাকায় আসছিলেন তিন মাদকব্যবসায়ী। সাভারের হেয়ায়েতপুরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে প্রাইভেটকার চালিয়ে চেকপোস্ট ওভারটেক করে পালিয়ে আসে চালক। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল বেলা পৌনে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে তালতলা এলাকায় গোলাগুলির পর আহত চালক আলম মিয়াকে আটক করে র‌্যাব-২।

র‌্যাব-২ সূত্র জানায়, হেমায়েতপুরে ওভারটেকের সময় ৪টি সিএনজি ও ৫/৬টি রিকশাকেও ধাক্কা দিয়ে পালিয়ে আসে প্রাইভেটকারটি। এ ঘটনায় আটক আলম মিয়া একজন পেশাদার মাদকব্যবসায়ী। অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবারের গাড়ি ভাড়ায় নিয়ে তিনি ইয়াবা ও ফেনসিডিলের চালান বিভিন্ন স্থানে পৌঁছে দিত। গোপন তথ্যে রাজধানীর পৃথক তিনটি স্থানে চেকপোস্ট বসানো হয়। ওই প্রাইভেটকার হেমায়েতপুরে পৌঁছলে চেকপোস্ট দেখতে পেয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। এ সময় এ বি সিদ্দিক নামে এক র‌্যাব সদস্য আহত হন। গাবতলীর কাছে আসার পর প্রাইভেটকারে থাকা তিনজনের মধ্যে রহমান নামে এক মাদকব্যবসায়ী নেমে যায়। এরপর মিরপুর থেকে মাজার রোড হয়ে আগারগাঁয়ে গাড়িটি দ্রুত আসতে থাকে। পরে তালতলা মুক্তি হাউজিং এলাকায় র‌্যাব গাড়িটি আটকে দেয়। এ সময় দুই মাদকব্যবসায়ী গাড়ি থেকে নেমেই র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে আলম মিয়া আহত হয়। আপরজন পালিয়ে যায়। অস্ত্র ও গুলিসহ আলম মিয়া আটকের পর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর