বাংলাদেশের প্রথম ও একমাত্র প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’য় জ্বালানি চাহিদা মেটাতে স্টোরেজ ট্যাংক স্থাপনের মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি সরবরাহ করবে এই খাতের দেশের সেরা প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করা হয়েছে। গত রবিবার বসুন্ধরা হেডকোয়ার্টার-২-এ এই চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এবং রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কে এম আলী (গ্রুপ সিইও), শওকত আহমেদ (জেনারেল ম্যানেজার, রূপায়ণ সিটি উত্তরা)। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মানবসম্পদ প্রধান ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জেড এম আহমেদ প্রিন্স, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহবুব আলম, হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন প্রমুখ। বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন জিএম-সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড জাকারিয়া জালাল। এ চুক্তির মাধ্যমে সম্পূর্ণ প্রজেক্টের জ্বালানি চাহিদা মেটাতে সক্ষম এমন ধারণক্ষমতার স্টোরেজ ট্যাংক নির্মাণ করা হবে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের লক্ষ্যে রূপায়ণ সিটি উত্তরা কর্তৃপক্ষ সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বসুন্ধরা গ্রুপের এ প্রতিষ্ঠানটির সেরা প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। রূপায়ণ গ্রুপ কর্তৃপক্ষ জানায়, আধুনিকতার ছোঁয়ায় নাগরিক জীবনকে নান্দনিকতায় সাজাতে ‘রূপায়ণ গ্রুপ’ রাজধানীর ঢাকার উত্তরায় গড়ে তুলছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’। প্রায় ১৫০ বিঘা নিজস্ব জমির ওপর বিশ্বমানের এই আবাসন প্রকল্পে থাকছে আবাসিক ও বাণিজ্যিক চারটি ফেইজে ৫০টিরও অধিক দশতলা ভবন। নগরায়ণের সব সুযোগ-সুবিধা ও পরিবেশবান্ধব আধুনিক জীবনযাপন নিশ্চিত করতে ‘রূপায়ণ সিটি উত্তরা’ প্রজেক্টটি বাস্তবায়িত হতে যাচ্ছে। যেহেতু এই আবাসন প্রকল্পে থাকছে বিশ্বমানের অনেক সুযোগ-সুবিধা, তাই দেশের এক নাম্বার এলপি গ্যাস ব্র্যান্ড থেকেই আমরা গ্যাস সরবরাহ নিতে চাই যেন আমাদের গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা যায়। বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড ইতিমধ্যে আন্তর্জাতিক পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ান, গ্রামীণফোন ভবন, উত্তরায় রাজউকের প্রায় ১৮ হাজার ফ্ল্যাটে, টাঙ্গাইল জেলার ঘাটাইলে শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের সেনা নীড় প্রকল্পে এক হাজারের অধিক ফ্ল্যাটে পাইপলাইন/সিলিন্ডার রেটিকুলেশনের মাধ্যমে এলপি গ্যাসের সেবা দিচ্ছে। বসুন্ধরা গ্রুপের রয়েছে সর্বাধিক এলপি গ্যাস বহন ক্ষমতাসম্পন্ন ট্যাংকার। যার মাধ্যমে বাল্ক ক্রেতাদের দুয়ারে পৌঁছে দিচ্ছে এলপি গ্যাস। শিল্পে বৃহদাকারে এলপি গ্যাস সরবরাহে বসুন্ধরার রয়েছে নিজস্ব আন্তর্জাতিক মানসম্পন্ন লজিস্টিক সমাধান ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।
শিরোনাম
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
বসুন্ধরা এলপি গ্যাস ও রূপায়ণের মধ্যে চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর