বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা

সাড়ে তিন হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

৩৬ দিনে নদীর তীর দখল করে গড়ে তোলা বহুতল ভবন, কারখানা, মার্কেটসহ ৩ হাজার ৫৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অবমুক্ত করা হয়েছে ৯১ একর তীরভূমি। গতকাল তৃতীয় পর্বের চতুর্থ পর্যায়ের তৃতীয় দিনের (৩৬তম কার্যদিবস) অভিযানে ৩৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএর যুগ্মপরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল অভিযানের ৩৬তম কার্যদিবসে ঢাকার খিলক্ষেত থানার ইছাপুরা বাজার থেকে ফকিরখালী বাজার পর্যন্ত বালু নদের উভয় তীরে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ২টি এক তলা, ৫টি আধাপাকা, ১৫টি বাউন্ডারি ওয়াল, ১টি ওয়্যারহাউস, ১০টি টিনের ঘর- মোট ৩৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অবমুক্ত করা হয় ৩ একর তীরভূমি। এ ছাড়া নিলামে ৮০ লাখ ৪০ হাজার টাকার মালামাল বিক্রি করা হয়। এ ছাড়া ৩৬ কার্যদিবসে ৩ হাজার ৫৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নিলামে ৫ কোটি ২ লাখ ২৬ হাজার টাকার মালামাল বিক্রি করা হয়। ২২ জনকে আসামি করে ৬টি মামলা করা হয়। জরিমানা করা হয় ৫ লাখ ৮৫ হাজার টাকা।

সর্বশেষ খবর