শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

তাপপ্রবাহ থাকবে আরও দুই দিন

নিজস্ব প্রতিবেদক

তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী। আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আরও দুই দিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দুই দিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপপ্রবাহ কিছুটা কমবে। গতকাল আবহাওয়া কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৩ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় গতকাল দুপুরে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেড। এদিকে, দেশের বিভিন্ন জায়গায় কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর আগে ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছিল। তখন ওইসব স্থানে তাপপ্রবাহ কমে যায়। তবে এরপর আবারও বেড়ে যায় গরম। তীব্র গরমে দেশের কয়েকটি জায়গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে। গত চার দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গত বুধবার (৮ মে) চুয়াডাঙ্গায় ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরদিন চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালও সকাল থেকে চুয়াডাঙ্গায় ছিল প্রখর রোদ, তীব্র তাপপ্রবাহ। ফলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শুধু ডায়রিয়া ওয়ার্ডেই ভর্তি হয়েছেন ৪০ রোগী।

সর্বশেষ খবর