রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

৪৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- জীবন ওরফে সবুজ, জামাল উদ্দিন ও বাবুল ওরফে বাবু। তাদের কাছ থেকে ৪৫ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি বলছে, গ্রেফতারকৃতরা জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের সীমান্তবর্তী জেলায় সরবরাহ করত।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার পূর্ব রসুলপুরের একটি বাড়ি থেকে সবুজ ও জামালকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ৭ লাখ টাকার জাল নোট পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজারের ইসলামবাগের একটি বাড়ি থেকে বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর