সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে প্রাণ কেড়ে নিচ্ছে মাদক

দীর্ঘ হচ্ছে লাশের সারি, নড়েচড়ে বসেছে প্রশাসন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

মাদক সংশ্লিষ্ট ঘটনার জেরে চট্টগ্রামে ঘটছে একের পর এক খুন। কখনো ছেলের হাতে বাবা, কখনো ভাইয়ের হাতে ভাই, কিংবা নিকটজনের হাতে ঘটছে খুনের ঘটনা। কখনোবা ভাইয়ের মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রাণ দিতে হচ্ছে বোনকে। এভাবেই প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মাদকের দ্বন্দ্বের জেরে খুনের লাশের সারি। মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে খুনসহ অপরাধের হার ঊর্ধ্বমুখী হওয়ায় নড়েচড়ে বসেছে চট্টগ্রামের প্রশাসন।

মাদক সংশ্লিষ্ট ঘটনায় খুন বেড়ে যাওয়াকে ‘সভ্যতার অভিশাপ’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি বলেন, ‘মাদক একটি বৈশ্বিক সমস্যা হলেও এটি বর্তমানে আমাদের দেশেরও অন্যতম সমস্যা।’

এ সমস্যা থেকে বের হতে হলে রাষ্ট্র ও গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের প্রতিটা স্তরের মাদকের ক্ষতিকর দিক ও ভয়াবহতার ফলও ধরে তুলে ধরতে হবে।’

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান বলেন, ‘মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের জেরে কিছু অপরাধ হচ্ছে এটা সত্য। তবে যারাই অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় যাদের গ্রেফতার করা হয়, তারা দ্রুত জামিন পেয়ে বের হয়ে ফের অপরাধে জড়িত হচ্ছে এমন ঘটনা ঘটেছে।’

সিএমপি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে যত মামলা হয়, তার উল্লেখযোগ্যই মাদক সংশ্লিষ্ট। মাদক ব্যবসাকে কেন্দ্র করে হাতাহাতি, মারামারি ও খুনের ঘটনা প্রায় সংঘটিত হয় নগরীর বিভিন্ন থানায়। মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের জেরে সংঘটিত ঘটনার খুব অল্পই প্রকাশ্যে আসে। বাকি সব ঘটনা থেকে যায় অন্ধকারে। 

সর্বশেষ খবর