মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা

মির্জা ফখরুলের সংসদে যোগদানটা আবশ্যক ছিল : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সংসদে যোগদানটা একেবারেই আবশ্যক ছিল। গতকাল বনানীর সেতু ভবনে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচিতরা সংসদে যোগ দিয়েছেন। গণফোরামের দুজনও সংসদে এসেছেন। এই অংশগ্রহণ সংখ্যার দিক থেকে নয়, সংসদে যোগদান তাদের বিরোধী দল হিসেবে বিএনপির পারপাস সার্ভ করার জন্য। যোগদানই যেহেতু করেছেন, সেহেতু ইফেক্টিভ, সবচেয়ে মিনিংফুল বক্তব্য রেখে তাদের বার্তাটা দেশে-বিদেশে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য মির্জা ফখরুলের যোগদানটা একেবারেই আবশ্যক ছিল। অন্যরা হয়তো তাদের ভয়েস সংসদে উত্থাপন করবেন, সোচ্চার হতে চেষ্টা করবেন। কিন্তু ভার-ভারিত্বের দিক থেকে আমার মনে হয় মির্জা ফখরুল পারপাসটা ভালোভাবে সার্ভ করতে পারতেন। শক্তিশালী বিরোধী দলের শক্তিশালী বার্তা তিনি দিতে পারতেন। কাদের বলেন, আমি আগেই বলেছিলাম, বিএনপির যেসব সদস্য নির্বাচিত হয়েছেন, স্থানীয় জনগণ যাদের ভোট দিয়েছেন, দিন যতই যাবে জনগণের পক্ষ থেকে একটা চাপ অনুভব করবেন।

সর্বশেষ খবর