Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১ জুন, ২০১৯ ০১:৪৫

শিক্ষক নিয়োগ পরীক্ষা

অসদুপায়ের জন্য গ্রেফতার ৪৫

পটুয়াখালী প্রতিনিধি

অসদুপায়ের জন্য গ্রেফতার ৪৫

পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রশ্ন, উত্তরপত্র ও মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। গতকাল সকালে পটুয়াখালী শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরীক্ষা শুরু হওয়ার আগে এবং পরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন নারীও রয়েছেন। তাদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের উমেদার দিপু সিকদার ও সাইফুল ইসলামসহ হাতেনাতে     গ্রেফতারকৃত মোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে একই অভিযোগে শহরের বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। এসব ঘটনায় দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন পুলিশ সুপার মো. মঈনুল হাসান। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রশ্নপত্র, মোবাইল ফোনের বিভিন্ন ডিভাইস ব্যবহার করে সরবরাহ করা উত্তরপত্র উদ্ধার করা হয়।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর