রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

তীব্র দাবদাহে কদর বাড়ছে ফ্যানের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রীষ্মের দাবদাহে ওষ্ঠাগত প্রাণ। অস্বাভাবিক গরমে নাভিশ্বাস উঠছে জনজীবনে। রৌদ্রের উত্তাপ চরমভাবে প্রভাব ফেলছে। এ অবস্থায় এখন নিত্যসঙ্গী হয়ে উঠেছে ইলেকট্রনিক্স পণ্য ফ্যান, এয়ার কুলার এবং শীতাতপ নিয়ন্ত্রিত নানা উপকরণ। সবার কাছে এখন এসব পণ্যের কদর বাড়ছে, বাড়ছে চাহিদা ও বিক্রি। তবে বর্তমান বাজারে মান, ডিজাইন এবং মূল্যে দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের পণ্য ক্রেতাদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাজারে দেশি-বিদেশি নামি কোম্পানিগুলোর বিভিন্ন পণ্য নকল হওয়া এবং গ্যারান্টি-ওয়ারেন্টির নিশ্চয়তা না থাকায় যেন-তেন কোম্পানির ইলেকট্রনিক্স পণ্যের ওপর আস্থা রাখতে পারছে না ক্রেতারা। বিভিন্ন সময় পণ্য কিনে ঠকার অভিযোগ আছে। তাই ক্রেতারা এখন ব্র্যান্ডের পণ্য কোম্পানির নিজস্ব দোকান থেকে কিনতে আগ্রহী। তবে বর্তমান বাজারে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন কোম্পানির বিভিন্ন ধরনের ফ্যান বিক্রিতে শীর্ষে রয়েছে বলে জানা যায়। স্থানীয় বাজারে এ বছর রেকর্ড পরিমাণ ফ্যান বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। তাছাড়া ফ্যান কিনে পুরস্কার জেতার সম্ভাবনা থাকায় অনেকেই ওয়ালটনের ফ্যান কিনছেন। এ ছাড়া ভিশন, সিটি ও পাকিস্তানি ফ্যানের বিক্রি ভালো।

সর্বশেষ খবর