বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

শৃঙ্খলা ফিরছে না চট্টগ্রামের সড়কে

কাজ হচ্ছে না সাঁড়াশি অভিযানেও

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

শৃঙ্খলা ফিরছে না চট্টগ্রামের সড়কে

চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় এলাকায় প্রতিনিয়তই জটলা থাকে বাসের। এসব বাস যাত্রী ওঠানোর আগ থেকেই শুরু করে প্রতিযোগিতা। সড়কেই এলোপাতাড়ি দাঁড় করে রাখে গাড়ি। চলে অসম প্রতিযোগিতা। যার ফলে ঘটছে দুর্ঘটনা। চট্টগ্রাম নগরের প্রায় প্রতিটি সড়ক ও মোড়ে এমন চিত্র নিত্যদিনের। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিনিয়তই অভিযান পরিচালনা করছেন। তবুও থামছে না সড়কের বিশৃঙ্খলা। বাড়ছে দুর্ঘটনা। চেতনা ফিরছে না চালকদের মধ্যেও। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর বলেন, ‘কেবল অভিযানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরবে না। এর জন্য প্রয়োজন পুলিশের ট্রাফিক বিভাগ, যাত্রী, চালক ও মালিকের সমন্বিত প্রয়াস।’ 

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, ‘মালিক যদি গাড়ি ফিটনেস না রাখেন, চালক যদি লাইসেন্স ছাড়াই গাড়ি চালায়, অপ্রাপ্ত বয়স্ক চালক যদি গাড়ি চালানোর সুযোগ পায়, তাহলে সড়কে শৃঙ্খলা ফিরবে কি করে?’    

বিআরটিএ’র সূত্রে জানা যায়, গত জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত তিনটি আদালত ২২৩টি অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ৪৪৫টি মামলা, ৮৭ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা জরিমানা, ১০৭টি গাড়ি ডাম্পিং এবং ১৪ জনকে কারাদ- দেওয়া হয়েছে। ভুয়া ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে গাড়ি চালানো, ফিটনেসহীন গাড়ি চালানোসহ নানা অভিযোগে যানবাহনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

সর্বশেষ খবর