রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল হতে পারে এ বছরের অক্টোবরের শেষ দিকে। কাউন্সিলের প্রস্তুতি শুরু হবে আগামী মাস থেকেই। এবার তৃণমূলের কমিটিতে গুরুত্ব পাবে তরুণ নেতৃত্ব। ইতিমধ্যেই জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের প্রস্তুতি নিতে ইউনিটগুলোর কাছে নির্দেশনা পৌঁছেছে। তবে রাজশাহী জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ পদ পেতে কয়েকজন এমপি সক্রিয় হয়ে উঠেছেন। ঈদের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই তারা কেন্দ্রে লবিং-গ্রুপিং শুরু করেছেন। এ ছাড়া অন্য পদগুলোতেও এবার চোখ এমপিদের। মহানগর বাদে রাজশাহী জেলায় আওয়ামী লীগের ইউনিট আছে ৮৬৯টি। এর মধ্যে ওয়ার্ড ইউনিট ৭৭৪, ইউনিয়ন ৭২, পৌরসভা ১৪ ও উপজেলা নয়টি। খোঁজ নিয়ে জানা গেছে, সম্মেলনের ঘোষণা আসার পর নড়েচড়ে বসেছেন রাজশাহীর তৃণমূলের নেতারা। ইতিমধ্যেই পদ পেতে তৎপরতা শুরু করেছেন অনেকেই। গুরুত্বপূর্ণ পদেগুলোতে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে অনেকেই স্থানীয় এমপিদের সঙ্গে লবিং শুরু করেছেন। বর্তমানে জেলা কমিটির সভাপতি আছেন রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। জেলা আওয়ামী লীগের অধিকাংশ সভা ও অনুষ্ঠানে তিনি অনুপস্থিত থেকেছেন। এবারও তিনি সভাপতি পদ ধরে রাখতে লবিং করছেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবার জেলা আওয়ামী লীগের সভাপতি পদ পেতে চেষ্টা করছেন। জেলা কমিটির সভাপতির পদ পেতে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা কেন্দ্রে লবিং করছেন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন লবিং করছেন সাধারণ সম্পাদক পদটির জন্য। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য ইতিমধ্যেই উপজেলা ও পৌরসভা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাইয়ের মধ্যেই সব ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করার টার্গেট আছে।
শিরোনাম
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রাজশাহী আওয়ামী লীগে পদের লড়াই
শীর্ষ পদে এমপিদের চোখ, পিছিয়ে নেই অন্যরাও
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর