সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

রাজশাহী আওয়ামী লীগে পদের লড়াই

শীর্ষ পদে এমপিদের চোখ, পিছিয়ে নেই অন্যরাও

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহী আওয়ামী লীগে পদের লড়াই

রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল হতে পারে এ বছরের অক্টোবরের শেষ দিকে। কাউন্সিলের প্রস্তুতি শুরু হবে আগামী মাস থেকেই। এবার তৃণমূলের কমিটিতে গুরুত্ব পাবে তরুণ নেতৃত্ব। ইতিমধ্যেই জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের প্রস্তুতি নিতে ইউনিটগুলোর কাছে নির্দেশনা পৌঁছেছে। তবে রাজশাহী জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ পদ পেতে কয়েকজন এমপি সক্রিয় হয়ে উঠেছেন। ঈদের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই তারা কেন্দ্রে লবিং-গ্রুপিং শুরু করেছেন। এ ছাড়া অন্য পদগুলোতেও এবার চোখ এমপিদের। মহানগর বাদে রাজশাহী জেলায় আওয়ামী লীগের ইউনিট আছে ৮৬৯টি। এর মধ্যে ওয়ার্ড ইউনিট ৭৭৪, ইউনিয়ন ৭২, পৌরসভা ১৪ ও উপজেলা নয়টি। খোঁজ নিয়ে জানা গেছে, সম্মেলনের ঘোষণা আসার পর নড়েচড়ে বসেছেন রাজশাহীর তৃণমূলের নেতারা। ইতিমধ্যেই পদ পেতে তৎপরতা শুরু করেছেন অনেকেই। গুরুত্বপূর্ণ পদেগুলোতে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে অনেকেই স্থানীয় এমপিদের সঙ্গে লবিং শুরু করেছেন। বর্তমানে জেলা কমিটির সভাপতি আছেন রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। জেলা আওয়ামী লীগের অধিকাংশ সভা ও অনুষ্ঠানে তিনি অনুপস্থিত থেকেছেন। এবারও তিনি সভাপতি পদ ধরে রাখতে লবিং করছেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবার জেলা আওয়ামী লীগের সভাপতি পদ পেতে চেষ্টা করছেন। জেলা কমিটির সভাপতির  পদ পেতে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা কেন্দ্রে লবিং করছেন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন লবিং করছেন সাধারণ সম্পাদক পদটির জন্য। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য ইতিমধ্যেই উপজেলা ও পৌরসভা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাইয়ের মধ্যেই সব ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করার টার্গেট আছে।

সর্বশেষ খবর