রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে ট্রাফিক অ্যাসিস্টেন্টের কাছে চোরাই সোনা

নিজস্ব প্রতিবেদক

কাতার এয়ারওয়েজের ট্রাফিক অ্যাসিস্টেন্টের কাছ থেকে ১৮ লাখ টাকার সোনা উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে সোনাসহ তাকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এ সময় তার কাছে বিমানবন্দরের ডি পাশ পাওয়া যায়। ওই ব্যক্তির নাম- সুইম খান (২৪)। তার বাড়ি মানিকগঞ্জ সদরে। 

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায়, সৌদি এয়ারলাইন্সে আসা এক যাত্রীর কাছ থেকে তিনি সোনাগুলো নেন। সোনা চোরাচালানকারীদের কাছে সেগুলো তার হস্তান্তরের কথা ছিল। বিমানবন্দরের দ্বিতীয় তলায় সোনাগুলো নিয়ে বের হওয়ার সময় তার কাছে থাকা সিগারেটের প্যাকেটের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় তাকে সোনাসহ আটক করা হয়। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর