সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রাণ-আরএফএল গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে করা মামলায় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

গতকাল রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (নগর ভবন) ভবনে অবস্থিত এ আদালতের বিচারক বিশেষ মহানগর হাকিম মেহেদী পাভেল সুইট এ পরোয়ানা জারির আদেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। জানা গেছে, গতকাল প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যানের হাজির  হওয়ার জন্য নির্ধারিত দিন থাকলেও তিনি উপস্থিত হননি। আইনজীবীরা তার অসুস্থতার কথা জানালেও তা গ্রহণ করেননি বিচারক। আদালত পরে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়ে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই দিন ঠিক করেছে। এর আগে প্রাণের ঘি, লাচ্ছা সেমাই, হলুদগুঁড়াসহ  নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। উচ্চ আদালতের নির্দেশের পরও বাজার থেকে সরিয়ে না নেওয়ায় গত ২২ মে প্রাণসহ মানহীন ৫২টি পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এরপর গত মঙ্গলবার আরও ২১টি পণ্যের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর