বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

অভিযুক্ত রাবি শিক্ষককে ক্লাস পরীক্ষা থেকে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অভিযুক্ত রাবি শিক্ষককে ক্লাস পরীক্ষা থেকে অব্যাহতি

রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানির অভিযোগ ওঠা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীকে ক্লাস ও পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি কমিটিও ইনস্টিটিউটের পক্ষ থেকে গঠন করা হয়েছে।

গতকাল বিকালে এ তথ্য নিশ্চিত করে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক             মো. আবুল হাসান চৌধুরী বলেন, যে শিক্ষাবর্ষের ছাত্রীর কাছ থেকে আমরা অভিযোগপত্র পেয়েছি। আপাতত সেই শিক্ষাবর্ষের ক্লাস-পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকতে ওই শিক্ষককে বলা হয়েছে।

আর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ইনস্টিটিউটের তিনজন শিক্ষককে দায়িত্ব দিয়েছি। ঘটনা যাচাই-বাচাই শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষক ক্লাস পরীক্ষা নেবেন না।

মঙ্গলবার দুপুরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে একই ইনস্টিটিউটের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ এনে লিখিত অভিযোগ দেন।

সর্বশেষ খবর