Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৭ জুন, ২০১৯ ০২:৩৮

শেয়ারবাজার ফের উত্থানে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার ফের উত্থানে

চলতি সপ্তাহের তিন দিন দরপতনের পর আবারও উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল উভয়  শেয়ারবাজারের সব সূচক বেড়েছে।

একই সঙ্গে  বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। তবে টাকার পরিমাণে  লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১০ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২২ কোটি টাকা কমেছে। ৪৩১ কোটি ৬৪ লাখ টাকার  শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন  লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি টাকার।

ডিএসইতে  লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ১৭৩টির দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৩১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আপনার মন্তব্য