শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর নামে গবেষণা প্রতিষ্ঠান করবে ঢাবি

নিজস্ব প্রতিবেদক

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি : জন্মশতবার্ষিকী স্মারক’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল প্রতিষ্ঠানটির সিনেট অধিবেশনের প্রথম দিনে সিনেট সদস্য মনজুরুল আহসান বুলবুলের দেওয়া এ প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য প্রস্তাবটি উপস্থাপন করেন বলে জানান সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

তিনি বলেন, প্রস্তাবিত প্রতিষ্ঠানটি প্রথামাফিক কোনো ডিগ্রি দেবে না, তবে গবেষণা স্বীকৃতি দেবে। এর কাজ হবে বঙ্গবন্ধুর জীবন দর্শনের আলোকে মানবমুক্তি, মুক্তিসংগ্রাম, বৈষম্যহীন বিশ্ব গড়ে তোলাসহ সমসাময়িক বিশ্বজনীন বিষয়ের ওপর দেশি-বিদেশি গবেষকদের কাজ করার সুযোগ করে দেওয়া। এতে শত শত বছর ধরে বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত হবে।

প্রাথমিকভাবে এ ইনস্টিটিউট শ্রীমতী ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, ফিদেল কাস্ত্রো, ইয়াসির আরাফাতের নামে ফেলোশিপ দেবে। প্রতিষ্ঠানটি পরিচালিত হবে বিশ্বমানের ব্যবস্থাপনায়।

সর্বশেষ খবর