মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

প্রশাসনিক ভবনে তালা নিয়ে দিনভর উত্তেজনা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মচারীদের ওপর হামলার বিচার ও তিন দফা দাবি আদায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন কর্মচারীরা। গতকাল বেলা ১১টার দিকে তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ৪০/৫০ জন শিক্ষক, পুলিশ-আনসার তালা ভাঙতে যান। এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে মুখোমুখি

 অবস্থান নেন। বিকাল ৫টার পর তালা খুলে দেওয়া হলেও কাল আবারও তালা লাগানোর ঘোষণা        দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে রবিবার রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালসহ ওই দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন তিন শতাধিক কর্মচারী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ১১টার দিকে কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মচারীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে টানা ১২ দিনের মতো কর্মবিরতির ঘোষণা দিয়ে অবস্থান নেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির অন্য সদস্যবৃন্দ, ৪০/৫০ জন শিক্ষক, পুলিশ, আনসার তালা ভাঙতে যায়। সেখানে রড হাতে বহিরাগত লোককেও দেখা যায়। এ সময় আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে প্রশাসনের বাকবিতন্ডা শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এ অবস্থা বিকাল ৫টা পর্যন্ত চলার পর কর্মচারীরা তালা খুলে দিয়ে চলে যান।

 

সর্বশেষ খবর