মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

খুলনায় সাজানো মামলায় জামিন হয়নি সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ফেনসিডিলসহ গ্রেফতারের সাজানো মামলায় খুলনা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক ও স্থানীয় দৈনিক খুলনাঞ্চল পত্রিকার রিপোর্টার আবদুল জলিলের জামিন হয়নি। গতকাল খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। বিবাদী পক্ষের আইনজীবী তারিক মাহমুদ এ কথা জানিয়েছেন।

এদিকে সাজানো মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক আবদুল জলিলের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন খুলনায়   কর্মরত সাংবাদিকরা। গতকাল দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। এতে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু। মানববন্ধনে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সব সংবাদ বর্জনের ঘোষণা দেন বক্তারা। বক্তারা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সোর্সের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফেনসিডিল দিয়ে ফাঁসানো হয়েছে সাংবাদিক আবদুল জলিলকে। পরে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মানববন্ধনে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সব সংবাদ বর্জনের ঘোষণা দেন বক্তারা। একই সঙ্গে সাংবাদিক আবদুল জলিলের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয় মানববন্ধন সঞ্চালনা করেন।

 

সর্বশেষ খবর