শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, প্রকৌশলী সাসপেন্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, প্রকৌশলী সাসপেন্ড

ঈশ্বরদী থেকে রাজশাহীগামী ফারনেস তেলবাহী ওয়াগনের আটটি বগি লাইনচ্যুত হয় -বাংলাদেশ প্রতিদিন

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত তেলবাহী ওয়াগনের ছয়টি বগি তোলা হয়েছে। লাইনচ্যুতির কারণে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগযোগ প্রায় ২৪ ঘণ্টা  বন্ধ হয়ে আছে। আরও দুটি ওয়াগন তোলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এতে  তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দর্ভোগে পড়েছেন। ঘটনার পর পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এ কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। লাইন সংস্কার কাজে নিয়জিত প্রকৌশলীর গাফিলতির কারণে রাজশাহীতে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম। তিনি জানান, লাইন সংস্কার চলছিল। পুরাতন স্লিপার পরিবর্তন ও পাথর দিচ্ছিল। কিন্তু যারা সংস্কার কাজ করছেন তারা স্লিপারের সঙ্গে লাইন আটকানো কয়েকটি পিন খুলে রেখেছিলেন।

সর্বশেষ খবর