শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পাঁচজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্থ আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক

স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রায় ১ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তা হোসেন আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় চার্জশিট অনুমোদন দেয় বলে কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ এসএমই/কৃষি শাখার সাবেক ক্যাশ ইনচার্জ সালাহউদ্দিন আহমেদ, সাবেক অফিসার রাকিব আহমেদ, রহমান ট্রেডিং করপোরেশনের মালিক মাহমুদুল কায়েস ও হবিগঞ্জের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন। এ বিষয়ে ২০১৭ সালের ১৬ নভেম্বর সিলেটের বিশ্বনাথ থানায় মামলা হয়। মামলার বাদী হলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সাবেক উপসহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার। তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিন আহম্মদ।

এ বি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১১জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা : এ বি ব্যাংকের গ্যারান্টি দিয়ে সিটিসেলের নামে ৩৮৩ কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক  চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ বর্তমান ও সাবেক ১১ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল পুলিশের বিশেষ শাখার সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম এ চিঠি পাঠান। যাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে ফিরোজ আহমেদ ও সৈয়দ আফাজ হাসান উদ্দিন এ বি ব্যাংকের বর্তমান পরিচালক, বাকি আটজন সাবেক পরিচালক। তারা হলেন- মো. আবদুল আউয়াল,  মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, শিশির রঞ্জন বোস, ফাহিমুল হক,  মো. মেজবাহুল হক, জাকিয়া শাহরুখ খান রুনা, মিশাল কবির ও বি বি সাহা রায়। চিঠিতে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তাই  অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রা ঠেকানো প্রয়োজন।

সর্বশেষ খবর