নগরীর ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেলে মশার কয়েল থেকে আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানার ফয়’স লেক স্বর্ণালী আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত ওই হোটেল কর্মচারীর নাম খোকন দত্ত (৫৫)। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। খুলশী থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হোটেলের তিনতলায় একটি কক্ষে ওই কর্মচারী মশার কয়েল জ্বালিয়ে নিত্যদিনের মতো ঘুমিয়েছিলেন। কিন্ত শুক্রবার রাতে মশার কয়েল থেকে তার বিছানার তোষকে আগুন লাগে। এতে ধোঁয়ায় দমবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তার শরীর অক্ষত রয়েছে। তিনি বলেন, আমাদের ধারণা- নিজের তোষকে আগুন দেখে ঘুমের ঘোরে তিনি দিশেহারা হয়ে পড়েন। এ অবস্থায় রুমের দরজা খুলতে গিয়েও তিনি ব্যর্থ হন। কারণ তার লাশটি অক্ষত অবস্থায় হোটেলকক্ষের দরজার কাছেই পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের সদস্য এবং পুলিশ সদস্যরা তার কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।