বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের উৎপাদিত টিস্যু, এ-ফোর পেপার ও খাতার পরিবেশকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পরিবেশক সম্মেলন ২০১৯।
১১ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, ডিরেক্টর ইয়াশা সোবহান, ডিএমডি মুস্তাফিজুর রহমান, সিএফও মির্জা মুজাহিদুল ইসলাম, হেড অব সেলস্। (টিস্যু, এ-ফোর পেপার ও খাতা) গোলাম সরওয়ার, হেড অব মার্কেটিং তৌফিক হাসান, হেড অব ফাইন্যান্স কামরুল হাসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে সারা দেশ থেকে আসা তিন শতাধিক পরিবেশক অংশ নেন। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, গত দুই দশকে বাংলাদেশের জনগণের কাছে স্বাস্থ্যসচেতনতার প্রতীক হয়ে উঠেছে বসুন্ধরা টিস্যু। এ সাফল্যে পরিবেশকদের সিংহভাগ অবদান রয়েছে। তিনি বসুন্ধরার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। ‘আগামীর সম্ভাবনার কথা ভেবে টিস্যু তৈরিতে বসুন্ধরার সাম্প্রতিক ব্যাপক বিনিয়োগ’-এর কথা উল্লেখ করে সাফওয়ান সোবহান পরিবেশকদের কাছে আরও সহযোগিতা প্রত্যাশা করেন এবং তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন। ডিরেক্টর ইয়াশা সোবহান পরিবেশক, বসুন্ধরা টিস্যু, এ-ফোর পেপার ও খাতার সঙ্গে সংশ্লিষ্ট ফ্যাক্টরি, সেলস, মার্কেটিং, সাপ্লাইচেইন, এইচআর, অডিটসহ বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের কর্মকাে র প্রশংসা করে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ২০১৮ সালের বিক্রয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ ২৫ জন পরিবেশককে সম্মানিত করা হয়। ‘ডিস্ট্রিবিউটর অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হয় প্রথম স্থান অর্জনকারী পরিবেশককে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী হাবিব ওয়াহিদ।