রুবেল হোসেন (২২) নামে ধর্ষণ মামলার আসামির কিল-ঘুষি খেয়ে গতকাল আহত হয়েছেন সদর থানার দুই উপপরিদর্শক (এসআই)। দুপুরে মাগুরা শহরের আদর্শ কলেজ এলাকায় আহত হয়ে তারা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রুবেল মাগুরা আদর্শ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি শহরের দোয়ারপাড় কারিকরপাড়ায়, পিতার নাম জামির মোল্যা। ঘটনার শিকার এসআই পারভেজ জানান, সদর থানার একটি ধর্ষণ মামলার আসামি রুবেলকে ধরতে সহকর্মী মাসুমকে নিয়ে ওখানে যান।