বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আসন শূন্য ঘোষণা

এরশাদ শুধু ভাই নন আমার শিক্ষকও

-জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ শুধু আমার বড় ভাই ছিলেন না। উনি আমার পিতা, উনি আমার শিক্ষক ছিলেন। ওনার কোলে চড়ে সিনেমা দেখেছি, হাতে ধরে চামুচ দিয়ে খাইয়েছেন এবং কীভাবে টাই বাঁধতে হয় শিখিয়ে দিয়েছেন। গতকাল বিকালে গুলশান আজাদ মসজিদে এরশাদের কুলখানিতে কাতর কণ্ঠে তিনি এমন মন্তব্য করেন। জি এম কাদের বলেন, আমি যখন   রাজনীতিতে আসি তখন কীভাবে পরিবেশ ট্যাকেল দিতে হয়, সংকট মোকাবিলা করতে হয় শিখিয়েছেন। আমাদের মাথার ওপর ছাতাটি সরে গেছে, বট গাছটি আর নেই। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আজকে খেলার যে অর্জন তার বীজবপন করেছেন উনি বিকেএসপি প্রতিষ্ঠা করে। আমি সরকারকে ধন্যবাদ জানাই ওনার বীজটাকে লালন করার জন্য। আওয়ামী লীগ গ্রামকে শহর করার কথা বলছে এর গোড়াপত্তন করেছেন এরশাদ উপজেলা প্রতিষ্ঠা করে। কুলখানিতে অন্যদের মধ্যে অংশ নেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, মোহাম্মদ. নাসিম, সালমান এফ রহমান, নূরে আলম সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ এবং প্রয়াত এরশাদের দুই পুত্র এরিক এরশাদ, সাদ এরশাদ।

এরশাদের আসনে অক্টোবরের মধ্যে উপনির্বাচন : জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। রবিবার ১৪ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এদিকে সংরক্ষিত মহিলা আসনের (সংসদীয় আসন ৩৩৪, মহিলা আসন ৩৪) এমপি রুশেমা বেগমের মৃত্যুতে ১১ জুলাই আসন শূন্য করে সংসদ সচিবালয়।

সর্বশেষ খবর