শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মৎস্য আহরণে বাংলাদেশের বিপুল সম্ভাবনা : লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী তথা উত্তরাঞ্চলে খাদ্যশস্য উদ্বৃত্ত উৎপাদন হয়। রাজশাহী থেকে তাজা মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। মাছ উৎপাদন করে চাষিরা স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি দেশের চাহিদা মেটাচ্ছেন। অন্যান্য ফসলের মতো রাজশাহীতে মাছ উৎপাদনেও উদ্বৃত্ত থাকছে। গতকাল সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আমির জাফর, মৎস্য অধিদফতর রাজশাহী বিভাগের উপ-পরিচালক হাসান ফেরদৌস সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর