Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২১ জুলাই, ২০১৯ ০১:৫০

কালারস প্লাটিনাম অ্যাওয়ার্ডে সম্মানিত সাত নারী উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

কালারস প্লাটিনাম অ্যাওয়ার্ডে সম্মানিত সাত নারী উদ্যোক্তা
রাজধানীর একটি হোটেলে গতকাল সাত নারী উদ্যোক্তাকে কালারস প্লাটিনাম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় -বাংলাদেশ প্রতিদিন

কালারস প্লাটিনাম বিজনেস উইম্যান অ্যাওয়ার্ড-২০১৯ পেলেন সাত নারী উদ্যোক্তা। সাতটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন প্লাটিনাম বিজনেস উইম্যান অব দ্য ইয়ার রুমানা চৌধুরী, বিজনেস এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার সুসান খান মঈন, এসইমি এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার তানিয়া ওয়াহাব, ইনোভেটিভ প্রজেক্ট অব দ্য ইয়ার আমেনা খাতুন, স্টার্ট আপ অব দ্য ইয়ার তৃণা ফাল্গুনী, ইনোভেটিভ সলিউশন অব দ্য ইয়ার ইন আইটি ফাহমিদা ইসলাম এবং রাইজিং স্টার অব দ্য ইয়ার নাবিলা নওরীন ও নাহিদ শারমীন। তরুণী নারী উদ্যোক্তাদের চলার পথে সাহস  জোগাতে এবং আরও উৎসাহিত করতেই এ পুরস্কারের প্রবর্তন। কালারস ম্যাগাজিনের এ আয়োজনে সহযোগিতা করেছে সিটি আলো ও জেসিএক্স। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় গতকাল সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তৃতা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস এবং সিটি ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শেখ মো. মারুফ। স্বাগত বক্তব্য দেন কালারস ম্যাগাজিনের প্রকাশক ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আজকের দিনটি নারী উদ্যোক্তাদের জন্য। দেশের বিভিন্ন  ক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তা-ই যথেষ্ট নয়। নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করাটা নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনেতা মাহফুজ আহমেদ, শাহেদ, কণ্ঠশিল্পী শুভ্র দেব প্রমুখ।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর