বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বরিশাল সিটিতে ৫৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

উন্মুক্ত আয়োজন দেখল নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় নগরভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউ সড়কে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার পক্ষে বাজেট পাঠ করেন সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু। ২০০২ সালে সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এই প্রথম উন্মুক্ত স্থানে জনগণের সামনে বাজেট ঘোষণা করা হলো। একই সঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের ৪৪৩ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ৬৪৫ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১২৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৬৪৫ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেন মেয়র সাদিক আবদুল্লাহ।

প্রস্তাবিত বাজেটে করপোরেশনের রাজস্ব আয় ধরা হয়েছে ১৩০ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৯৩ টাকা। এ ছাড়া সরকারের তরফ থেকে উন্নয়নের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪১৬ কোটি ২২ লাখ ৪৮ হাজার ১৪৪ টাকা এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে প্রাপ্ত আয় ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর