বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জুলাই মাসে ধর্ষণসহ নারী নির্যাতন ৪৫০

তথ্য মহিলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যে, জুলাই মাসে মোট ৪৫০টি নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ১৭০টি। ধর্ষণের শিকার ১৩৭ জন। গণধর্ষণের শিকার ২৩ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১০ জনকে। আর ধর্ষণের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে একজন।

এ ছাড়া জুলাই মাসে ৩০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ সময় শ্লীলতাহানির শিকার হয়েছে ১০ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ২২ জন। অ্যাসিড দগ্ধের শিকার হয়েছে দুজন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে চারজন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৬টি এবং অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে ১টি। পতিতালয়ে বিক্রি করা হয়েছে একজনকে। বিভিন্ন কারণে ৫৯ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। তিনজনকে হত্যাচেষ্টা করা হয়েছে।  যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১০ জন। এর মধ্যে হত্যা করা হয়েছে তিনজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২৬ জন। গৃহপরিচারিকা নির্যাতনের ঘটনা ঘটেছে ২টি। উত্ত্যক্তের শিকার হয়েছে নয়জন। এ জন্য আত্মহত্যা করেছে একজন। বিভিন্ন নির্যাতনের কারণে ১৬ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এর মধ্যে অত্মহত্যায় প্ররোচনার শিকার আটজন এবং ২১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ সময় বাল্যবিবাহ ২৫টি ও ফতোয়ার শিকার হয়েছে তিনজন এবং নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে ১৮ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর