শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে পাঁচ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ডাকাতির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে তেজগাঁও কলেজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কাজল (৩৬), নাজির হাওলাদার (২০), সুজন (২৫), সাইফুল (২২) এবং স্বাধীন শেখ (১৯)। 

গতকাল র‌্যাব-২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজগাঁও কলেজ গলিসংলগ্ন ইন্দিরা রোডের তিন রাস্তার মোড়ের সামনে অন্ধকারে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছিল। গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই ডাকাত দলের পাঁচজনকে গ্রেফতার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। রাতে একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে ডাকাতি করে থাকে।

সর্বশেষ খবর