রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
সমন্বয়হীনতায় ভোগান্তি

খুলনায় বেহাল সড়ক

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় বেহাল সড়ক

নির্মাণের দুই বছরের মধ্যে কার্পেটিং ও খোয়া উঠে খুলনা নগরীর ফুলবাড়ীগেট-তেলিগাতী সড়কটি ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। এতে এখানকার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েকটি গ্রামের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। এরই মধ্যে কুয়েট মেইনগেট, খানাবাড়ী নারকেলতলা, ল্যাবরেটরি স্কুল ও পাকার মাথায় বিশাল গর্তের কারণে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। একইভাবে নগরীর মুজগুন্নি-বাস্তুহারা সড়ক, সোনাডাঙ্গা কেডিএ আউটার বাইপাস, ফরাজীপাড়া রোড ও সামছুর রহমান রোডে খানাখন্দে বিপজ্জনক রূপ নিয়েছে। এ ছাড়া ওয়াসার পানি সরবরাহ প্রকল্পে পাইপলাইন বসানোর সময় গর্ত করা সড়ক অনেক জায়গায় সংস্কার করা হয়নি। অভিযোগ রয়েছে, সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবে খুলনায় উন্নয়ন কর্মকাে র দীর্ঘসূত্রতায় নাগরিক ভোগান্তি বাড়ছে। এর মধ্যে নির্মাণাধীন শেরেবাংলা রোডে উন্নয়ন কাজের ধীরগতিতে প্রায় তিন মাস ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেডিএ এভিনিউতে বৃষ্টির মাঝে সড়কে নির্মাণসামগ্রী ও ইট-পাথর রাখায় যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। তবে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, খুলনা মহানগরীর সড়ক-ড্রেন সংস্কারে এ বছর জাতীয় বাজেটে ৪০২ কোটি টাকা বরাদ্দ ধরা আছে। টাকা হাতে পাওয়ার পর মূল উন্নয়ন ও সংস্কার কাজ শুরু হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর