রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রত্নতত্ত্ব বিভাগের গাড়ি ঠেলে চালু করেন পরিচালক!

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

প্রত্নতত্ত্ব অধিদফতরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কার্যালয় কুমিল্লায়। এই অফিসের একটি মাত্র মাইক্রোবাস। তা আবার প্রতি সপ্তাহে কমপক্ষে তিনবার বিকল হয়ে পড়ে। বিকল হলে আঞ্চলিক পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী গাড়ি ঠেলে চালুর ব্যবস্থা করেন। প্রত্নতত্ত্ব অধিদফতরের কুমিল্লা কার্যালয়ের সূত্র জানায়, কুমিল্লা অঞ্চল প্রত্ন সম্পদে ভরপুর। চীনা ভ্রমণকারী হিউয়েন সাঙের মতে, দেড় হাজার বছর আগে কুমিল্লায় ৩০টি বৌদ্ধ বিহার তথা বিশ্ববিদ্যালয় ছিল। তৎকালীন ব্রিটিশ প্রত্নতত্ত্ব দফতরের মতে, কুমিল্লায় ৫২টি প্রত্ন স্থাপনা রয়েছে। তার মধ্যে মাত্র ১২টি খনন হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ঐহিতাসিক স্থাপনা  রয়েছে। এগুলো পরিদর্শন ও তদারকিতে গাড়ির প্রয়োজন। কুমিল্লা কার্যালয়ের জন্য একটি পাজারো জিপ কেনা হয়েছিল। পরে গাড়িটি ফেরত নিয়ে একটি মাইক্রো বাস দেওয়া হয়। গাড়িটি প্রায়ই বিকল হয়ে পড়ে। গাড়ির সংকটের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান বলেন, আমাদের কর্মপরিধি সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত। প্রায়ই পথে গাড়ি বিকল হয়ে পড়ে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর