শিরোনাম
সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় মহিলা টিটিসিতে যৌন হয়রানি, কমিটি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার আড়ংঘাটা তেলিগাতি এলাকায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (মহিলা টিটিসি) বিদেশগামী নারীকর্মী প্রশিক্ষণার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নৈশপ্রহরী জুবায়ের হোসেন শেখকে বদলি করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পক্ষ থেকে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর গতকাল অভিযুক্ত জুবায়ের হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কমিটির সদস্য খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী সিদ্দিকী। এ সময় তিনি টিটিসি’র হাউস কিপিং ইনচার্জ, কারখানা সহকারী, প্রশিক্ষণরত নারীকর্মীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন। জানা যায়, চলতি মাসে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে বেনামি অভিযোগপত্রে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠলে এই তদন্ত কার্যক্রম শুরু হয়। এতে বলা হয়, নৈশপ্রহরী জুবায়ের হোসেন ভয়ভীতি দেখিয়ে রাতের বেলায় প্রশিক্ষণার্থী নারীকর্মীদের যৌন হয়রানি করত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর