বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে পথচলা ক্ষতিকর : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঐক্যফ্রন্টের বিভিন্ন সভা-সমাবেশে ফ্রন্টের শীর্ষ নেতাদের বক্তব্যের সময় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে চিরকুট পাঠিয়ে বক্তব্য রাখার অনুরোধ জানান আমাদের দলের নেতা-কর্মীরা। খালেদা জিয়ার মুক্তির জন্য তাদের (ফ্রন্টের শীর্ষ নেতা) কেন চিরকুট দিতে হবে? বেগম জিয়ার মুক্তির কথা তারা কেন বলতে   পারবে না? তাঁর মুক্তির জন্য আমরা যাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) নিয়ে চলি, তাদের মধ্যে যদি অনীহা থাকে তাহলে তো তাদের সঙ্গে দীর্ঘ পথ চলা ক্ষতিকর। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও সেলিমা রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কুমিল্লার মঞ্জরুল আহসান মুন্সি, আখতারুজ্জামান সরকার, এ কে এম ফজলুল হক, মহিউদ্দিন সরকার, ভিপি সাহাবুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুর রহিম সরকার। পরে এম কে আনোয়ারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্রীয় যে দুর্নীতি সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য এই দুর্নীতি যাতে মানুষ ভুলে যায় সে জন্য চুনোপুঁটিদের আজকে সামনে এনে রাষ্ট্রীয় দুর্নীতিকে ধামাচাপা দিতে চাচ্ছে। আজকে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক চাঁদা দাবি করার অপরাধে বহিষ্কার হয়, যুব লীগের নেতারা চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য এবং ক্যাসিনোবাজির জন্য গ্রেফতার হয়। দুর্নীতির প্রত্যেকটির পেছনে বড় বড় রাঘববোয়ালরা আছে, তাদের এখন পর্যন্ত স্পর্শ করা হয়নি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।

সর্বশেষ খবর