শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অলস বসে থাকলে সফলতা আসবে না

------- জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, কাজ এবং প্রচেষ্টার মাধ্যমেই সফলতা আসবে, অলস হয়ে বসে থাকলে সফলতা আসবে না। গতকাল দুপুরে সিলেট নগরীর সুবিদবাজারে রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন (রাইজ) ও ইউরো কিডস স্কুল আয়োজিত বিজ্ঞান মেলা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। জাফর ইকবাল বলেন, শিশু-কিশোরদের মধ্য থেকেই আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বের হয়ে আসবে। এদের মধ্যে অনেকে গবেষণাও করবে। তারাই পৃথিবীর বুকে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল

করবে। এ সময় জাফর ইকবালের সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হক, ড. মানস কান্তি বিশ্বাস, রাইজের অধ্যক্ষ মার্ক এডওয়ার্ড, ইউরো কিডসের অধ্যক্ষ রুশিনা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর