বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রাম মহানগর জাপার কমিটি বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির (জাপা) কমিটিকে বিতর্কিত-অগণতান্ত্রিক আখ্যায়িত করে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পার্টির স্থানীয় নেতারা। জাপার অন্যতম অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে জেলা সম্মেলন সমাপ্ত করার দাবিও করেন। তাছাড়া চট্টগ্রাম মহানগর জাতীয় যুব সংহতির সম্মেলন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবদুল্লাহ মিয়া।  সংবাদ সম্মেলনে জানানো               হয়, চট্টগ্রাম নগর জাতীয় যুব সংহতির ৩০ নভেম্বরের অনুষ্ঠিতব্য সম্মেলন স্থগিত করে গত ২৫ নভেম্বর জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে পাশ কাটিয়ে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা বলে প্যারালাল কমিটি অনুমোদন করিয়ে নেন।

কথিত কমিটির আহ্বায়ক/সদস্য সচিব দুজনই সোলায়মানের নিজস্ব অফিস ও বাসার বেতনধারী কর্মচারী। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মো. ওসমান খান, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর