শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অর্থনৈতিক উন্নয়নের শিক্ষা এখন বাংলাদেশ থেকে নিতে হবে

-অর্থমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ^কে অর্থনৈতিক উন্নয়নের শিক্ষা এখন বাংলাদেশ থেকে শিখতে হবে। এখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে উন্নয়নশীল দেশগুলোর সামনে বাংলাদেশের উদাহরণ তুলে ধরে, অর্থনৈতিক উন্নয়ন কীভাবে করতে হয় তা বাংলাদেশ থেকে শিখতে পরামর্শ দেন। শেখ হাসিনা বাংলাদেশকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। গতকাল সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া দিঘিরপাড় টিআইকে মেমোরিয়াল মাঠে আয়োজিত উপজেলা ছাত্রলীগের সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান গোলাম সারওয়ার, সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বিকম, লালমাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হামিদ, লালমাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কল্যাণ মিত্র সিংহ রতন ও ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর