শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সোমবার ঢাবির সমাবর্তন ক্যাম্পাসে উচ্ছ্বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামী ৯ ডিসেম্বর দেশের উচ্চ শিক্ষার শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সমাবর্তনকে কেন্দ্র করে স্নতক আর স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কার্জন হল, কলা ভবন, রাজু ভাস্কর্য আর অপরাজেয় বাংলায় তাদের কোলাহল আর হৈচৈয়ে বসছে প্রাণ-প্রাচুর্যের মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮ বছরের ইতিহাসে অনুষ্ঠিত হচ্ছে ৫২তম সমাবর্তন। এতে অংশ নিচ্ছেন ৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী। এর বাইরে উপাদানকল্প ও অধিভুক্ত কলেজসমূহের  আরও ১৫ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী সমাবর্তন থেকে তাদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নেবেন। গতকাল থেকে শুরু হয়েছে সমাবর্তনের মূল অনুষঙ্গ কস্টিউম বিতরণ। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অ্যাডভোকেট আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন পদার্থবিজ্ঞানে নোবেল বিজেতা ও জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চের পরিচালক ড. তাকাকি কাজিতা। সমাবর্তনের দিন ১২টার দিকে শোভাযাত্রা নিয়ে জাতীয় সংগীতের সঙ্গে অনুষ্ঠানস্থলে পৌঁছবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও অন্যান্য শিক্ষক। শুরুতেই সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হবে সমাবর্তন বক্তা ড. তাকাকিকে। রাষ্ট্রপতির ক্রেস্ট গ্রহণের পর গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন স্ব স্ব অনুষদ বা ইনস্টিটিউটের ডিন ও পরিচালকবৃন্দ।

এরপর কৃতী গ্র্যাজুয়েটদের স্বর্ণপদক প্রদান করা হবে। এ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এরপরই বক্তব্য দেবেন ড. তাকাকি কাজিতা। এরপর গ্র্যাজুয়েটদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। সমাবর্তনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর