শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিয়ানমার জলসীমায় আটক ১৭ জেলেকে ফেরত এনেছে কোস্টগার্ড

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে জলসীমায় উদ্ধার বাংলাদেশি ১৭ জেলেকে ফেরত দিয়েছে সে দেশের নৌবাহিনী। গতকাল তাদের মিয়ানমার সিট্যুয়েতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কাছে হস্তান্তর করা হয়। পরে ওই জেলেদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি দল।

গতকাল রাত ৯টায় মিয়ানমারের সিট্যুয়েতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একটি টিম ট্রলারসহ ১৭ জেলেকে নিয়ে সেন্ট মার্টিনস দ্বীপের দক্ষিণ-পূর্বে দুই দেশের জলসীমার শূন্যরেখায় নিয়ে আসেন। পরে তাদের বিসিজিএস তাজউদ্দিন জাহাজে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।  বৃহস্পতিবার ১৭ জন জেলেকে নিজেদের জলসীমা থেকে উদ্ধার করে আটক করেছিল মিয়ানমার নৌবাহিনী। এদের মধ্যে ভোলা জেলার ১৩ জন, চট্টগ্রামের দুইজন, মুন্সীগঞ্জ ও ঝালকাঠির একজন করে বাসিন্দা রয়েছেন। কোস্টগার্ড সূত্রে জানা যায়, বাংলাদেশি মাছ ধরার ট্রলার ‘এফবি গোলতাজ-৪’ গত তিন দিন আগে চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরে মাছ শিকারে যায়। দুই দিন পর ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে ভাসতে মিয়ানমারের সীমানায় পৌঁছে। সেখানে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ‘ইন-লে’ ১৭ জন জেলেসহ বাংলাদেশি ট্রলারটি উদ্ধার করে। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড আটক জেলেদের ফেরত আনার উদ্যোগ নেয়। কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর আলোচনায় সে দেশে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে ১৭ জেলেসহ ট্রলারটি হস্তান্তর করে মিয়ানমার নৌবাহিনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর