শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নিজেদের নিষেধাজ্ঞা অমান্য করছে রাবি প্রশাসন!

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নিজেদের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলাকালে মাইকিং ও সাউন্ড বক্স বাজানোর নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করেছে প্রশাসন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১২টার দিকে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে থেকে মাইকিং শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে গিয়ে ৫ মিনিট অবস্থান করে। সে সময় ভবনের  মধ্যে পরীক্ষা চলছিল নৃবিজ্ঞান ও ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের। একই সময় রবীন্দ্রনাথ ঠাকুর ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষা চলছিল। নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক জানান, পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উচ্চশব্দে মাইকিং করা হয়েছে। এতে পরীক্ষায় অংশগ্রহণকারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এ বিষয়ে প্রক্টর লুৎফর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে কেউ হয়তো এ নির্দেশনা দিয়েছেন; যা উচিত হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর