বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

২০ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকার খসড়া

নিজস্ব প্রতিবেদক

ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনল নির্বাচন কমিশন। এ বছর ২০ জানুয়ারি গত বছরের হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে বলে কমিশন মাঠ কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে।

হালনাগাদ কর্মসূচি ২০১৯-এ (২০০১-২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের) নতুন প্রায় ৯৬ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। মৃত ১৫ লাখের তথ্য সংগ্রহ হয়েছে। আর স্থানান্তর হয়েছে এমন আবেদন ৪ লাখেরও বেশি। গতকাল নতুন বছরের প্রথম দিনে ‘খসড়া প্রকাশের সময়সূচিতে’ সংশোধন এনে এ সংক্রান্ত ইসির সর্বসম্মত সিদ্ধান্ত সব উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের রেওয়াজ ২ জানুয়ারি খসড়া প্রকাশের সময়সূচিতে পরিবর্তন এলো। সহকারি সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত  ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২০ জানুয়ারি হালনাগাদ, ২০১৯ এর খসড়া প্রকাশ করা হবে। এ সময়সূচি গণবিজ্ঞপ্তি আকারে স্থানীয়ভাবে জানাতে হবে।  জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন-ওয়ার্ড-ক্যান্টনমেন্ট বোর্ড-অথবা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ও সংশোধনকারী কর্তৃপক্ষের অফিসে খসড়া তালিকা প্রকাশ করতে হবে।ইসির কর্মকর্তারা জানান, ২ জানুয়ারি করার রেওয়াজ ছিল, বাধ্যবাধকতা ছিল না। এবার অনিবার্য কারণে ২০ জানুয়ারি করা হয়েছে। এটা কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত। এতে আইনি কোনো ব্যত্যয় ঘটেনি। খসড়া প্রকাশের পর ১৫ দিনের মধ্যে দাবি-আপত্তি ও নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সময়সূচি নির্ধারণের বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ রয়েছে।

৩১ জানুয়ারির পরিবর্তে ১ মার্চ করার প্রস্তাব রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর