আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠেয় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে টেনশনে আছেন অধিকাংশ ভোটার। তবে আওয়ামী লীগ ও বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীর টেনশনের কারণ অন্য। তাদের মূলত টেনশন চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডের তিন লাখ ভোটার। গত ৭ নভেম্বর জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। চট্টগ্রাম নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বোয়ালখালীর একটি পৌরসভা, আটটি ইউনিয়ন এবং সিটি করপোরেশন এলাকার পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। বোয়ালখালীর তুলনায় চট্টগ্রাম শহরাঞ্চলে ভোটারের সংখ্যা বেশি। ভোটকেন্দ্রও বেশি চসিকের পাঁচ ওয়ার্ডে। বোয়ালখালীর ভোটার সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১৩১ জন। অন্যদিকে পাঁচ ওয়ার্ডে ভোটার সংখ্যা তিন লাখ ১১ হাজার ৮৬৫ জন। মোট ১৭০টি ভোট কেন্দ্রের মধ্যে চসিকের পাঁচ ওয়ার্ডেই আছে ১০১টি কেন্দ্র। ভোটার ও ভোট কেন্দ্রের এমন হিসাবে ধারণা করা হচ্ছে প্রার্থীর জয়-পরাজয়ে পাঁচ ওয়ার্ডের ভোটাররাই ফ্যাক্টর হতে পারেন। সংসদ সদস্য নির্বাচনে জয়-পরাজয়ের হিসাবটা মুলত এখানেই। এ জন্য নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপিসহ অন্য প্রার্থীরা আলোচিত কালুরঘাট সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক ব্যাপক প্রতিশ্রæতি দিলেও মূলত ভোটের হিসাব করছেন নগরীর এই পাঁচ ওয়ার্ডে। এই তিন লাখ ভোট নিয়েই দুই হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন ও বিএনপির আবু সুফিয়ান টেনশনে রয়েছেন বলে দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে। ধারণা করা হয়, ভোটের হিসাবে বোয়ালখালীর কিছু অংশসহ নগরীর বেশির ভাগ অংশের সমর্থন বিএনপির প্রার্থীর দিকে এবং বোয়ালখালীর প্রায় পুরো অংশসহ নগরীর এক তৃতীয়াংশ আওয়ামী লীগ প্রার্থীর দিকে। তবে এ নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব-নিকাশে কালুরঘাট সেতুর বিষয়টিও বিবেচনা করবেন সাধারণ ভোটাররা। বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচন করতে নেমেছি যখন, কিছুটা তো টেনশন করতেই হবে। কারণ সরকার বা আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার এবং দলের নেতা-কর্মীর ওপর হামলা, নির্যাতন, হুমকি দিয়ে আসছেন প্রতিনিয়ত। তবে যত কিছু করুক, নির্বাচনের মাঠ ছেড়ে যাব না। তবে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ নভেম্বর)
- ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত
- নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না
- মোবাইল ফোনে ৫৭% শুল্ক প্রত্যাহারের দাবি
- আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ
- বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
টেনশনে দুই হেভিওয়েট প্রার্থী
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
গাদ্দাফি অর্থ কেলেঙ্কারি: ২০ দিনেই কারামুক্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট
২১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
কম্বোডিয়ার সঙ্গে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করলো থাইল্যান্ড
৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম