আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠেয় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে টেনশনে আছেন অধিকাংশ ভোটার। তবে আওয়ামী লীগ ও বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীর টেনশনের কারণ অন্য। তাদের মূলত টেনশন চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডের তিন লাখ ভোটার। গত ৭ নভেম্বর জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। চট্টগ্রাম নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বোয়ালখালীর একটি পৌরসভা, আটটি ইউনিয়ন এবং সিটি করপোরেশন এলাকার পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। বোয়ালখালীর তুলনায় চট্টগ্রাম শহরাঞ্চলে ভোটারের সংখ্যা বেশি। ভোটকেন্দ্রও বেশি চসিকের পাঁচ ওয়ার্ডে। বোয়ালখালীর ভোটার সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১৩১ জন। অন্যদিকে পাঁচ ওয়ার্ডে ভোটার সংখ্যা তিন লাখ ১১ হাজার ৮৬৫ জন। মোট ১৭০টি ভোট কেন্দ্রের মধ্যে চসিকের পাঁচ ওয়ার্ডেই আছে ১০১টি কেন্দ্র। ভোটার ও ভোট কেন্দ্রের এমন হিসাবে ধারণা করা হচ্ছে প্রার্থীর জয়-পরাজয়ে পাঁচ ওয়ার্ডের ভোটাররাই ফ্যাক্টর হতে পারেন। সংসদ সদস্য নির্বাচনে জয়-পরাজয়ের হিসাবটা মুলত এখানেই। এ জন্য নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপিসহ অন্য প্রার্থীরা আলোচিত কালুরঘাট সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক ব্যাপক প্রতিশ্রæতি দিলেও মূলত ভোটের হিসাব করছেন নগরীর এই পাঁচ ওয়ার্ডে। এই তিন লাখ ভোট নিয়েই দুই হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন ও বিএনপির আবু সুফিয়ান টেনশনে রয়েছেন বলে দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে। ধারণা করা হয়, ভোটের হিসাবে বোয়ালখালীর কিছু অংশসহ নগরীর বেশির ভাগ অংশের সমর্থন বিএনপির প্রার্থীর দিকে এবং বোয়ালখালীর প্রায় পুরো অংশসহ নগরীর এক তৃতীয়াংশ আওয়ামী লীগ প্রার্থীর দিকে। তবে এ নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব-নিকাশে কালুরঘাট সেতুর বিষয়টিও বিবেচনা করবেন সাধারণ ভোটাররা। বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচন করতে নেমেছি যখন, কিছুটা তো টেনশন করতেই হবে। কারণ সরকার বা আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার এবং দলের নেতা-কর্মীর ওপর হামলা, নির্যাতন, হুমকি দিয়ে আসছেন প্রতিনিয়ত। তবে যত কিছু করুক, নির্বাচনের মাঠ ছেড়ে যাব না। তবে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ